সঙ্গোপনে শিরায় শিরায়

সঙ্গোপনে শিরায় শিরায়

 

সঙ্গোপন মাধুর্য্যের শিরায় শিরায়

এসো পরস্পর মুখোমুখি বসি

শেষ ট্রেনগুলো চলে যেতে দাও

প্ল্যাটফর্মের শেষ বিন্দুতে আমাদের হৃদয়

পরস্পর জ্যোৎস্না হয়ে থাক

দিনান্তের সমস্ত ক্ষত চীনের প্রাচীর হতে চায় জানি

তবু তোমার হৃদয়ে মুখ লুকালে

কি আর এমন ক্ষতি হতো পথিকের?

যে তর্কগুলো ক্রমে কূট হয়ে ওঠে

যে কষ্টগুলো ক্ষোভ হয়ে ফোটে

যে অভিমান বিদ্বেষ হয়ে ছোটে;

এসো তোমার ঠোঁটে চুম্বন এঁকে দেখি

অবিরাম উষ্ণতায় এত অন্ধকার আলো হয় কিনা?

প্ল্যাটফর্মের এই শেষ বিন্দু ব্ল্যাকহোল নয় আর

বিগব্যঙ্গ করে দি এসো নক্ষত্রের তারায় ভরা

এই মধু রাতে  হয়তো আত্মপক্ষ সমর্থন নয়,

আত্মগ্লানি স্খলনে ---জ্বলে ওঠে পূনর্বার অমলিন হৃদয়

 

(১৩/০৪/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন