শোভনসুন্দর

শোভনসুন্দ

 

যে নারীর শোভায় সাতটি তারার তিমিরে

সূর্য ওঠে নতুন ভোরের

খুলে যায় সাতটি জানলা, দিকে দিগন্তে

পৃথিবীর সমস্ত সঞ্চিত আশা, আনন্দ হয়ে ঝরে পড়ে

বুকের সাহারায়

ভরা শ্রাবণের অঝর বর্ষণের মতো

 

সে নারীর দু-চোখের মাঝে

সামান্য ভ্রুকুটি

নিশিরাতের এমনই স্বপ্ন যখন ভেঙ্গে

কাঁচ পাত্রের মত খান খান,

 রোজকার ত্রস্ত সকাল ঠিক তখনই ব্যস্ত।

উকি মারে কাটা পাঁঠার মত বুকে।

পূবের জানলায়।

 

যে নারীর শোভায়

পিপিলীকার পাখা ওড়ে

যে নারীর সামান্য ভ্রুকুটিতে

আহত নিহত প্রেমিক

পড়ে থাকে শহীদ মিনারে থরে থরে

সে নারীর বুকের আঁচলে চোখের কাজলে

ভালোবাসা কি কেবলই ওঁৎ পেতে থাকে।।

নবজাতক কাঁদে

বুড়ি পৃথিবীর ঘরে।।।

 

(১৯৯১)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন