সংশয়

সংশয়


ধরা যাক এই আহ্নিক গতিতে বার্ষিক গতি পেড়িয়ে

আরও কয়েক শতক গেলাম টিকে।

হয়তো অনন্ত যৌবন নয়।

নয় যযাতি প্রকৌশল।

মনের প্রাণ ভোমরায় নিয়ে

শুধু প্রেয়সীর নাম।

ততদিনে স্মৃতির ভার বইবে কি অথর্ব হাঁটু আমার?

এই আকাশের নীলে

দৃষ্টি ধুয়ে নিয়ে

লাম্পট্য লালসা নয়।

লালিত সৌন্দর্যের তীব্র সংরাগে

এতদিন নারীর প্রতি টান থাকবে তো ঠিকমত টানটান?

রোজ রাতে অধরে অধর ছোঁয়াতে যদি যাই ভুলে।

শতকের নবীনা তুমি আমার কোল ঘেঁষে

আরও কয়েক শতক পড়ে।

ভুল ভাব যদি।

এযুগের বুকে প্রেম নয় শিহরণ নয়।

 নয় উন্মোথিত রাত্রির মন্থনে মিলনের উৎসব কোনো।

সেদিনের অভিজ্ঞতায় এযুগের ছবি

তোমার অনুভবে-

নাই যদি তুলে দিতে পারি।

তবে কয়েক শতকও নয়।

নয় অমরতার দাবি

 

(০৬/০৬/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন