শ্বেতকপোত

শ্বেতকপোত

 

নোবেল শান্তি কমিটিতে বসে আছি।

কানামাছি খেলা চলছে নিরাপত্তা পরিষদের অভ্যন্তরে।

 

ড্রো ক্ষেপনাস্ত্র শান্তির বাণী নিয়ে উড়ে যাচ্ছে মুহূর্মুহূ।

মরুভূমিতে এখন তেলের থেকে রক্ত বেশি মেলে।

 

বাঙ্কারে বাঙ্কারে নবজাতক খেলে বেড়াবে বলে

সাম্রাজ্যের সমর জাহাজ ভিরেছে বন্দরে।

 

জীবন্ত লাশের ভিড় মিটিঙে মিছিলে।

আকাশে সতর্ক বোমারু বিমান ওড়ে।

 

ওধারে শান্তিদূত বসেছেন পাশায়।

রাতবিরেতে ক্ষেপনাস্ত্রের নির্ভূল নিশান।

নিরস্ত মরেছে বেঘোরে।

 

বনিকের মানদণ্ড রাজদণ্ড পেলে,

খোয়াব ঝোলা খুড়োর কলে লিবর্টি স্ট্যাচু হয়ে

হাসে অন্তরালে।

 

শব বাহকেরাও কাজ পেয়ে উৎফুল্ল ঘরে ঘরে

গোলাপ ব্যবসায়ী ফুল পাঠাবে কবরে।

 

(০৭/০৯/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন