শেষ পঙক্তির শেষে

শেষ পঙক্তির শেষে

 

মায়াবতী মেঘের স্বপ্নে কাশফুলের বুননে

শ্রাবণ ঘন চুলের আঘ্রাণ

স্মৃতির আতসবাজি জুড়ে ভালোবাসার বারুদে

আগুন পোড়া ছাই

 

তোমার শেষ চিঠির ডানা জুড়ে অলৌকিক আভিজাত্যের

শেষ মৃদু হাসি

নেমে যাওয়া শিহরণ শিরদাঁড়ার পাকদণ্ডী বেয়ে

গুলিবিদ্ধ সাতকাহনের শেষ পঙক্তি জুড়ে

সাদা কালো সংলাপের

বিশুদ্ধ আস্তরণ

 

সমুদ্র ভাঙা নাবিকের ক্লান্তির মতো যেন

এবারের বর্ষার সাথে দৃষ্টির সরোবরে

মেঘের সমস্ত আঁচড়ে

কাশফুলের পাল তোলা ডিঙি

 

অথৈ ভালোবাসা হয়ত নয়, তাথৈ স্বপ্নের খুঁটিতে

তবু বাঁধা এ অক্ষর বিন্যাস

পারিজাত বিশ্বাসে পাড়ি দিতে চেয়েছিল

তোমার চোখের জল

 

মরুচারী বিভ্রমের সুস্থ সকালের মতো

তবু তোমার পদচিহ্ন জুড়ে

আমার আস্ফালন

 (২৪/০৬/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন