শেষ চিঠি কবিকে

শেষ চিঠি কবিকে 


মায়ার প্রবাহে ছায়ার মতন যুগযন্ত্রণা বিড়ম্বিত

লুপ্ত চেতনার বিবেকী হাহাকার সংবৃত বিশ্বায়নে

নির্বাকের ভাষায় লেগেছে কর্পোরেট কপিরাইটের মাশুল

চিত্রবিচিত্র পতাকার রঙে লক্ষণরেখা টেনে

উদ্বৃত্ত সঞ্চয়ে চৌদ্দ পুরুষ

শাসন ক্ষমতার এপা ওপারে হারজিতের খেলা

তলায় গভীর রাতের লেনদেন

তথাপি সংবাদ কড়চায় বাদানুবাদ,

প্রজ্ঞার মকশো করে ব্রেকিং নিউজে

মানবসৃষ্টির চরমলক্ষ্য বলে ভুল ভবেছিলে যারে,

হে কবি, সে যে

প্রোডাকশানের গণ্ডগোল

রিডাকশানের বাজারে নিধিরাম চোখে আজ

কল্পনার জাল বোনে বিপ্লবের

বাকি সব নিবিড় ভনিতা

মূঢ়তার অন্ধকার নয় কবি

রিপুর প্রশ্রয়ে জেনে শুনে

বিষবৃক্ষ রোপন ফলবান করেছে

আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার দেখো..

 

(২৫বৈশাখ ১৪২০)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন