শেষ যাত্রার শেষে

শেষ যাত্রার শেষে

 

নীললোহিতের অন্তিম যাত্রায়

নীরা আর আসেনি।

জন অরণ্যের ভিড় দেখেছে সে অসমর্থ্য শরীরে।

দুপুরের খাওয়া পড়ে ছিলো ঢাকা দেওয়া। তেমনি।

চার দেওয়ালের সীমানায়

গুঁড়ো গুঁড়ো সুখের স্মৃতি অসুখ বুকে টিভির পর্দায়।

শান্ত শকটে সুনীল আকাশ জন অরণ্যে তখনো

কি একা?

জীবনের পর্ব থেকে পর্বে পায়ে পায়ে শুধু

মায়া কাটানোর খেলা।

কাঁচাপাকা স্মৃতির সময় নিয়ে ঠোঁটে,

নীরার অস্ফূটে; ভালো থাকবে হয়ত নীললোহিত।

 বাঁধানো খাতাগুলোর জমা ধুলো মাড়িয়ে

নীরার পায়ের ছাপে আর এক গল্প হয়ত

শুরু হবে নীললোহিতের ভূবন জুড়ে।

পিস হাভেন থেকে বৈদ্যুতিক চুল্লীর দূরত্বে

নীরারা বসে থাকে

নীললোহিত নিয়ে প্রশস্ত বুকপথ জুড়ে তখনো।

 

(২৯/১০/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন