সংশপ্তক

সংশপ্তক

 

কে যেন ওখানে? কে যেন বলেছিল দাঁড়াবে এখনো

দুরন্ত মিছিলের পদধ্বনির মধ্যে শিকড় ছড়িয়ে প্রতিদিনের ডালপালা

 

কে যেন মৃত্যু ও ভালোবাসার মধ্যে সাঁকো হতে চেয়ে

নারীর শুশ্রুষার মতো হতে চেয়েছিল

 

কে যেন এখনো গোপন সুড়ঙ্গ ধরে হামাগুড়ি দেয়

সমস্ত ম্যানিফেস্টোর ধ্বংসস্তূপের তলায়

 

কে যেন হয়তো কিছুটা বা আমারই মতো পক্ককেশ

তথাপি বুদ্ধিতে শান দিতে পারেনি এখনো

 

কে যেন ওখানে সমস্ত দিনের শেষে নারীর চোখের মতো

আলো হাতে- দাঁড়াবে ভেবেছিলো একদিন

 

কে যেন সেদিন পোকাকাটা

ইতিহাসের হলুদ পাতায় ফটো হয়ে গিয়েও...

 

নারীর মতোন স্মৃতি আগলিয়ে বসেছিল রাতক্লান্ত ভোরের আশায়

মৃত্যু ও মানুষের পায়ে মাথা খুঁড়ে? স্বপ্নের আরতি জ্বেলে?

 

(৩১/০৩/১৪)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন