তাথৈ

 

 

তাথৈ

 

জলের রঙে মন ভিজিয়ে রেখেছি শুক্লা পঞ্চমীর সন্ধ্যায়।

স্মৃতির টুংটাং ভালো লাগার মত রিমঝিম

আষাঢ়ের প্রথম দিন

তেপান্তরের প্রেমের গল্পের

মতো আমার সাথে।

স্বপ্নের সওদাগরের পক্ষীরাজ ছুটে চলেছে

বিন্দু বিন্দু আশার পসরা সাথে করে।

আগুনমুখো সময় যদিও এখন সুসহ নয়,

তবু জলপরী নৃত্যের জলসায় আজ এ সন্ধ্যা তোমার আমার।

অরুন্ধতী আলোর প্রদীপে কালপুরুষের পদস্খলনে।

স্রোতস্বিনী তুবি প্লাবনরাঙা শাড়িতে দুকূল ভাসাতে পারো।

বিন্দু বিন্দু আষাঢ়ের বাণী তোমার জলতরঙ্গে

কোষে কোষে মালকোষরাঙা সুরের প্রস্রবণ যেন।

আজ সন্ধ্যায় অনেক আদর জমা আছে।

আজ সন্ধ্যায় সমস্ত ঋণ ভুলে অকৃতজ্ঞ হলেও;

ভিজে ভিজে আষাঢ়ের ছাঁট

দেখো আমার কথা তোমাকে ভাবাচ্ছে।

 

(১৪/০৬/১৩)

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন