তবুও প্রেম

 

 

তবুও প্রেম

 

জলের মত ঘুরে ঘুরে যাদের ভালোবাসা

মুখরতার অন্তরে ভাষা পেয়ে যায়.....

তাদের উন্মন হৃদয়ে আমারও হৃদয়।

 

তোমার চোখের মান্ধাতার বারান্দায়

যাদের হল না ঠাঁই আজও। তারাও হয়তো

দৈনন্দিন ব্যাস্ততায় সে রিক্ততা ভুলে থাকতে চায়।

 

তবু যদি সূর্য্য মানে হয় আলো।

জ্যোৎস্না মানে জল। জীবনের সব রিক্ততাই শূন্য তো নয়।

নয় তা হলাহল।

 

আমাদের স্থাবর অস্থাবর ঘেঁটে খুঁজে পেলে একটি দুটি নাম—

প্রিয়োজন সান্নিধ্য আবেগে।

সত্যিই অবাক হতাম।

 

তবু তোমার সময় হলে দেখো,

কৃষ্ণ বিনা রাধা যেমন নয়।

রাধা বিনা কৃষ্ণ সখীময়।

 

বিশ্ব তারে সুর বেঁধেছি যারা।

হয়ত একটু চলেছি লাগাম ছাড়া;

কিন্ত তবু প্রেমের একটা মানে রিক্ত হিয়ায় করে তুলবই খাড়া।

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন