তিন তুড়ি

 

 

তিন তুড়ি

 

বড়ো বেশি সামাজিক হতে গেলে,

 মুখোশ নৃত্যে পারদর্শী হওয়া ভালো।

সাজানো বাগানের মত বিন্যস্ত হাসির

দুপাটি সচ্ছন্দ সংলাপে মঞ্চ আলোকিত।

ঘাড় ফেরালে যতই অন্ধকার জমাট হোক।

চোখের সামনে কি ভালো ভদ্র সমাজ।

 

বড়ো বেশি কবি হতে গেলে

শব্দের আড়ালে পাঁজর খসানো ভালো।

দূর্গম পাহাড়ের মতো বিস্মিত বিস্ময় বুনে; দু ছত্র

সচ্ছন্দ প্রলাপে পাঠক মোহিত।

ঘাড় ফেরালে যতই অন্ধকার জমাট হোক।

অটোগ্রাফের লাইনে কি দারুণ পাঠক সমাজ।

 

বড়ো বেশি প্রেমিক হতে গেলে অজস্র চুম্বনে

হীরে জহরৎ পড়ানো ভালো। শাজাহানের মত বিমুগ্ধ

তাজমহল গেঁথে; দু-কলি সচ্ছন্দ আলাপে

প্রেমিকা মুর্ছিত।

ঘাড় ফেরালে যতই অন্ধকার জমাট হোক।

সোহাগে আদরে কি অধীর প্রেমিকা সমাজ।

 

(০৮/০৮/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন