তবুও শ্রাবণ

 

 

তবুও শ্রাবণ

 

বেদনার মণিবন্ধে স্মৃতিচূর্ণ যাতনার পালাগান

যবনিকা পতনের আগে মেঘদূত সকাশে

পলাশের মতো রঙের উদ্ভাসন নয়

বরং যে নদী মরুপথে হারালো ধারা-

হারানো নদীর মতো সেই! সেই ব্যাথা

ব্যাথার মলম বিচূর্ণ স্মৃতির চৌকাঠে জুড়ে.........

নিরালা মলাটের ভিতর পোড়ো ভিটের গন্ধের মতো

সন্ধ্যার ছায়া! একা দুই পায়ে হেঁটে চলে যাওয়া

মহাপ্রস্থানের পথে নয়! তবু চলে যেতে চাওয়া

বিশুষ্ক স্মৃতির দংশন থেকে দূরে, আরও দূরে-

যতটা দূরে যেতে পারেনি.... পারে না হৃদয়!

নিয়তির মতো নির্ভীক নয়, তবু প্রেমের ক্যানভাস জুড়ে

ব্যর্থ চুম্বন, দিশাহার  ডিম্বাণুর কোলাজ!

জ্যোৎস্নার মতো অবিরল নয় বরং অমাবস্যার মতো

নিঃস্ব রিক্ত সর্বহারা........তবুও নিটোল

 

(২৯/০৭/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন