তিনটুকরো কবিতার শতটুকরো জীবন

 

 

তিনটুকরো কবিতার শতটুকরো জীবন

 

(১)

 

সাম্রাজ্যের ধ্বংসাবশেষের

পাশ দিয়ে জীবনের

সর্পিল গতি

তবু পিরামিড পাথরে

লিখো না আমার নাম

একবিন্দু বৃষ্টি নিয়ে বুকে

দূর্বা চোখে যে টুকৄ পেরেছি

দেখো; সবুজ

দিয়ে গেলাম

 

(২)

 

জানি তোমার শাড়ীর পাড়েই

দুরন্ত নীল আকাশ

আর আঁচল জুড়ে

উথাল পাতাল

সাত সমুদ্র ঢেউ

তবু বীর্যপাতের তৃপ্তিটুকু

ছাড়া; তোমার কাছে

আসবে কি আর

কেউ?

 

(৩)

 

লাইম লাইটের বলয় জুড়ে

হেঁটে কতই তোমার

খ্যাতির হিমালয়

তবুও পিদিম

নিভবে যে দিন শেষে

স্মৃতি পোড়া ছাই

দেখবে; কোথায়

সেও গিয়েছে

ভেসে!

 

(২৩/০৫/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন