তিলোত্তমা বনসাই

 

তিলোত্তমা বনসাই

 

সেদিন গত বসন্তে নরম মায়াবী সকাল

নীল ভাঙা আকাশের ফালি

সোনা রোদ মুখে হাসি মন বলে

এই সেই, এই সেই দিন

 তবুও অন্তহীন যদিও পথ নেই

পথ নেই, এ নাগিরক দিন

ট্রামের তারের মতো স্বপ্ন বাঁধা এ জীবন

 

অথচ আমরা যারা গোটা দুই তিন

বসন্তের আকাশে হেঁটে চলে ফিরি

টান টান পীচ রাস্তা বুকে শন শন ভালোবাসা

হাই ওয়ে ধরে প্রেম হয়ে ছোটে

দুই চোখ হিরণ্ময় বিস্ময় নিয়ে

তুমি মেয়ে রাঙামাটি পায়ে তাদের দু চোখে

মুখোমুখি দাঁড়ালে

 

পোশাকের আড়ালে

আর এক পোশাকে

নাগরিক ভদ্রতাবোধ জিইয়ে রেখে-----

তোমাকে ছাড়িয়ে আরো দূর দূরতর

ধর্মগ্রন্থ মুখে আমরা সবাই

ফুল ফুটুক ফল ফলুক

সকলই তিলোত্তমা বনসাই

 

(১৬/০৩/১২)


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন