তবুও সংশয়

 

 

তবুও সংশয়

 

পুরোনো বাড়ির দেওয়ালের মত

মানচিত্র মনে তাকিয়ো না তো

সংশয় গুলো অশত্থ হয়ে

শিকড় ছাড়ে বিশ্বাসে

 

মাঝে মাঝে শার্সিতে

মুখ রাখলে ক্ষতি কী?

সব ফুল শুকিয়ে গেলেও

কুঁড়ি থেকে যায় পিছনে

 

আদরগুলো সোহাগে ভিজিয়ে

অধরে জড়িয়ে নিলে

অস্থায়ী থেকে সঞ্চারী

নাচানো যেত ত্রিভূবন

 

বয়স তোমার কত? পঞ্চাশ

পেরোলো?  মধ্য রাতের

উসখুশ পোশাক মানে না

যদি না চেপে যাও নিজেকে

 

উড়ো খই উড়ু উড়ু মন

চিবুক ছেড়ে উড়েছে আকাশে

তবু দেখ সকালের রোদ

আর একটা রাত নিয়ে আসে সে

 

সাগর গর্জনে তিমির নাশি

হই এসো! এখনো তাপ

আছে যেটুকু! সেটুকু দেওয়া

যাক হৃদয়,  হ্যাঁ নির্ভয়ে

 

সংশয়গুলি পুড়ুক তবে

বিশ্বাসে! আর নিঃশ্বাসে!

 

 (০৭/০৮/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন