তবুও তাও

 

 

তবুও তাও

 

মুত্যু মুখে তোমার

চোখের তারায়

স্থিরবিন্দু আকঁবে আমার ভূমি

জোনাক জ্বলা

তোমার প্রেমের ফাগে

বসন্তকে যতোই মাতাও তুমি

 

এক্কাদোক্কা জীবন জুড়ে

খেলা

ঈশ্বরেরও ফুরিয়ে আসে

বেলা

 

মৃত্যুনদী

তটরেখা ধুয়ে

তাকিয়ে দেখো

তুমিই আছো শুয়ে

 

আমার চুমোয় অধর

ছুঁয়ে রেখে

দিনরাত্রি, প্রেমের

ভাষা শেখে

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন