তুমি বলেছিলে ~ তাই

 

 

তুমি বলেছিলে ~ তাই

 

তুমি বলেছিলে, তাই মৃত্যুর মুখে মুখ রেখে

উজ্জ্বল চুম্বনে ভালোবাসাকে দিয়েছি

শরশয্যা

 

তুমি বলেছিলে, তাই আটপৌরে হৃদয়

টুকরো টুকরো করে খোরপোশে রেখেছি

অস্থি ও মজ্জা

 

তুমি বলেছিলে, তাই কষ্টগুলোকে উস্কে

দেবদারু সন্ধ্যাপুরোনো চিঠিতেই

সব তরজা

 

তুমি বলেছিলে, তাই উৎসব ছাড়িয়

থোকা থোকা নদীর ঘ্রাণে পুড়িয়েছি

ছিল সব যা

 

তুমি বলেছিলে, তাই মধ্যরাতের আলাপে

নিদ্রাবড়ি সংলাপ শিথিল ধমনী জুড়ে

শুধু লজ্জা

 

তুমি বলেছিলে, তাই নীলকণ্ঠ বিষের যোনি

অমৃত কুম্ভ নিয়েও তোমাকে করিনি

কিন্তু কব্জা

 

তুমি বলেছিলে, তাই আকাঙ্খার খুদকুঁড়ো গুঁড়ো

গুঁড়িয়ে গুঁড়িয়ে ক্যানভাস জুড়ে

শূন্য বাসরসজ্জা

 

(২৭/০৩/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন