শেকল

শেকল

 

খুব কি বুড়িয়ে যাচ্ছে শুভ্র

ভুল করে কেবলই

খিটখিটে মেজাজে হাতরাচ্ছে দেরাজে

কার ঠিকানা সে খোঁজে?

কত বন্ধু এল গেল

মিত্র হল না কেউ

ভালোবাসা শেকলে বাঁধবে কি কেবলই

জীবনের পরিমিত ঢেউ?

ইদানিং স্নায়ু শিরা জুড়ে

বড় বেশি আগুনের আঁচ

কুরে খাওয়া আক্ষেপে চশমার দুমড়ানো কাঁচ

বড়ো বেশি দীর্ণ মনে হয় হাসিমুখ শীর্ণ মুখোশে,

মানুষেরা বেশ হেঁটে যায় ফিলগুড নিয়ে বাতাসে.

একা তবে আরও একা হয় চুম্বনে বিম্বিত ভয়

কাঙ্খিত সমুদ্রতট, দেখা, না এ জীবনে তো নয়

 

অনর্গল আয়ুর প্রশাখা হিমায়িত হাড়হিম রতি

বাংলার মাঠ ঘাট ঘেঁটে প্রণয়ের ছবি সম্প্রতি

চিন্ময়কলসের জল দেয় কি অমৃত ফল?

প্রজন্মলম্বিত আঁধার বুড়ো পায়ে পড়েছে শেকল

 

(১৯/০১/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন