অলীকসুখ

 

 

অলীকসুখ

 

তুমি আমায় আদর করনি বলে

অভিমানে হইনি পাথর।

স্মৃতির ভিতর দুঃখ পতনের টুংটাং বেজে গেলে

বাগেশ্রী বেহাগে অশ্রুপ্রপাতের শব্দ শুনি।

রূপকথার মতো প্রতিশ্রুতির অট্টালিকা

ভগ্নস্তূপের মতো ভেঙ্গে পড়তে দেখেছি চারপাশে।

তবু ভাঙ্গা দেউলের ফাঁকে ফাঁকে

রক্তকরবীর গুচ্ছ জুড়ে নন্দিনীনৃত্যের আয়োজন অনেক বিষাদসিন্ধুতে।

শতাব্দীর অস্তমিত সূর্যের ম্লান আলো

জ্যোৎস্না ছড়াবে ভেবে

কত রাত জেগে থেকেছি।

সমুদ্রের ঢেউয়ের ভিতর জীবনের উচ্ছল ধারাপাত।

একটুরো ভালোবাসা দুটুকরো স্বপ্ন বুনে গেলে-

তোমার মিথ্যে প্রতিশ্রুতি

আদরের মতো ভালোলেগে যাবে আবারও

জানি। সেদিনের যুবতীর মিলনস্পৃহায়

পুরুষের ঠোঁট

অম্লকুটের মতো হলেও

ফুরাবে কি আদরের সাধ?

 

(২৩/১০/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন