আকস্মিক! কিন্তু অনাহূত কী?

 

 

আকস্মিক! কিন্তু অনাহূত কী?

 

জানি না অনাহূত কিনা

বিঘ্ন কি ঘটল কোথাও আমার আকস্মিক আগমনে?

আকস্মিকও হয়ত নয়

হয়তো জমাট স্বপ্ন গলে ছিল উষ্ণ হিমবাহর মতন

পরস্পর আদরে

স্বপ্ন বীজের মতো অঙ্কুর ফুটিয়ে দিয়ে যায়

আমরাও মহীরুহ হতে চেয়ে

হয়ত হামাগুড়ি দিচ্ছি লতাপাতার মতন

হয়তো পথ আটকিয়ে দিয়েছি কারুর

 আকস্মিক বিঘ্ন ঘটিয়েছি তোমার ব্যাক্তি স্বাধীনতায়

আসলে আকর্ষ ছড়িয়ে জড়িয়ে ধরতে চাওয়াই

প্রেম

হয়ত দম বন্ধ হল তোমার

হয়তো মিলে গেলে আমাতেই

সেটাই আকস্মিক

তবু অনাহুত কি?

তুমিও কি নও আমার মত

আমিও তোমার মত?

আমরা যেন জলের ঢেউ

প্রবাহের মত্ততায় আমাদের জীবন

সঞ্চারিত হোক প্রতি রাতের ব্যাকুল বাসরে

আকস্মিক হয়তো কিন্তু না অনহূত নই কেউই

কারুর

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন