অশনি সংকেত

 

 

অশনি সংকেত

 

অচেনা মুখের সারি

চেনা মুখোশের আড়ালে

ঢেকে দিলে হৃদয়ের মিল,

আকাশের নীল থেকে সমুদ্রের আছড়ে পড়া ঢেউ

আর বরফ গলা পাহাড়ের সারির সাথে কথা বলে দেখো ভালো নেই কেউ

বস্ত্রহরণ সভায় লজ্জা ছিল চেনা মানুষের নির্লজ্জতায়

তবু ছিল না মুখোশ নৃত্যের আড়াল দেওয়া অশনি সংকেত

আজ চেনা হাসির যে গানে হাততালি দিয়ে এলে

কাল সে গান

তোমার নামে সমন জারি করলে

পাহাড়ের কাঁধে মাথা রেখে কেঁদো

আজকের মধুযামিনী শয্যা

কাল যদি চিতা হয় জ্বলে বুকে;

 সমুদ্রের ঢেউ গুনে দেখো কত পোড়া দাগ

জীবাশ্ব হয়ে বাঁচে

আজকের চুম্বনে যত উত্তাপ

কাল ছোবল দিলে নরমে;

নীল আকাশকে কাছে ডেকো

 নীলকণ্ঠ বিষের ভাঁড়ার নিয়ে যদি নেমে আসে পাশে

একবার.....

 

(০৭/১০/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন