অলৌকিক ঈশ্বর

 

 

অলৌকিক ঈশ্বর

 

১)

পাটভাঙ্গা বিকেলের গোধুলি আঁচল!

রোজকার সঞ্চয়গুলি ক্রমশ প্রজাপতির রঙের মতো

খুশির অক্ষরগুলির দলে ভিড়ে যেতে চায়।

 

দুহাতের পাঁচদশ আঙুলে বহুমূল্য রত্নের কনভয়!

হাতের কারুকাজ দেখলে তাক লেগে যায়।

সুখের বিকিকিনি সবটাই চিটফান্ড নয়

 

হারহাভাতের গ্লানি নয়, দুপকেটের দুরকম সঞ্চয়

নিয়ে এখানে লাইন দিতে হয়। এখন

বেহায়াদের সুখের সময়।

 

(২)

নিরব জানলা দিয়ে পোড়া মোমবাতির দৃষ্টি

উদাস, এ পাড়ায় দশ ঘর দলদাসের বসবাস।

লাল নীল গেরুয়া সবুজে বিবর্ণ ক্যানভাসের উল্লাস।

 

কোথায় খবর আছে! ব্রেকিং হেডলাইনে থ্যাতলানো প্রতিবাদী মাথা,

মেরুদণ্ড জমা রাখা মিছিলে ভিড়ে যান দাদা।

 ফাঁকা থাক চিত্রগুপ্তের নাম তোলা খাতা।

 

মধ্যরাতের রাঁদ্যেভু অ্যাভেন্যু ধরে ঈশ্বরদের অলৌকিক আনাগোনা!

বাটপারিব হাটে-  বড়ো সুখ

মিষ্টি মধুর মোলায়াম হাতে ব্যলোটবাক্স গোনা।

 

(০৬/১০/১৪)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন