আকাশলীনা

 

আকাশলীনা

 

সহস্র সহস্র আলোকবর্ষ দূরে

যে আলোটা মরে শেষ হয়ে গেছে বহুদিন আগে;

তারও ছবি আজ আকাশের এই পাড়ে রাত কালো অন্ধকারে

তোমার স্মৃতিই যেন আবার ফিরিয়ে আনে।

 

প্রতিটি মৃত্যুর ইষ্টিশানে দুঃখের প্ল্যাটফর্মে

যত স্মৃতি ভিড় করে শতকের মিছিলে

দক্ষিণ সমুদ্র থেকে মিশরের পিরামিড পাথরে

খোদাই তোমার নাম।

 

এশিয়া আফ্রিকা ছেড়ে আমাদের ঘাড় কুঁজো বাংলাদেশে

মাঘ নীলিমায় মৃদু শীতে স্মৃতির রোমন্থন নামে

স্বপ্নের অবচেতন ভীড়ে ব্যাথার শরীরে।

 

তবু এই ব্যাথা কেবল ঘুরে ঘুরে মৌসুমী বায়ুর মতো

বৃষ্টির আদরে উর্বর করে যায় হৃদয় আমার;

সেইখানে শিশিরসবুজ ঘাসের চিবুকে

তোমার ঠোঁটের ছোঁয়া যেন আছে;

গোপন আলোকবর্ষব্যাপী

ছায়াপথের কাছে।

 


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন