অলিন্দ নিলয়ে

 

 

অলিন্দ নিলয়ে

 

বৃক্ষস্তনী যোনীপল্লবে  ঋষিকুমারদের স্তব

প্রথম সূর্য উস্কে দিলে,

প্রেমের প্রদীপ জুড়ে, বাৎসায়ন।

 

পূর্ণিমার ভরা আহ্লাদে

সঙ্গমসমীর জুড়ে নিরন্তর গর্ভারতি-

ইতিহাস জুড়ে পাতা ওল্টালে, ভোর।

 

বৃক্ষ থেকে নদী প্রবাহের মন্ত্রণায়

সমস্ত ঢেউয়ের কোটরে সাঁতার দিলে,

দূর্বা ঘাসের মতো নরম, হৃদয়।

 

সমুদ্রনীল সন্ধ্যায়

নোনা জল ভেঙ্গে প্রথম ডাঙায় উঠে এলে,

বাংলার সবুজ তাঁতে তুমি, নারী।

 

বিদ্যাপতির পদ থেকে

সুনীল শক্তির কলমের  আঁচড়ে বিবসনা প্রেম

কবিতার শিখা জ্বেলে দিলে, তুমি আমার।

 

আজকের কবিতার আসরে

পুরস্কারের মেঠো পথ পেড়িয়ে  তোমার চুম্বন পেলে,

কুরুক্ষেত্র থেকে মহাপ্রস্থানের পথ- আমিও বাঁধিয়ে দিতে পারি

 

অলিন্দ নিলয়ে।

 

(২৪/০৯/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন