অসুখ

 

 

অসুখ

 

চেনা মানুষটার হেঁটে যাওয়া দেখে

বুঝতে পারি পথটা অচেনা।

ফেলে যাওয়া কথার টুকরো দিয়ে

ভালোবাসা গাঁথতে গেলে অন্ধকার

নামতে থাকে শিরদাঁড়া বেয়ে।

তবু কাজল কালো চোখের মোহে

পাতলা চুম্বনে হালকা আদর এলে

এস এম এস- এ;

শক্তি সুনীল জয়ের পাতায়

ধার যায় বেড়ে।

আর্সেনিক স্তরে কথা জমে

গেলে পক্ষাঘাত প্রেম নিয়ে

হাঁটতে হয় মস্তিষ্কের অলিগলিতে

কারফিউয়ের রেলিং ধরে ধরে।

প্রত্নতাত্বিক খননের আলোকিত জানলা খুলে

বোধিবৃক্ষ খুঁজে পাই যদি

গোলাপ ভেজানো জল নয়,

প্রেমের শপথ নিতে

আবার হাঁটু গেড়ে বসতে

হবে সুজাতার পরমান্ন ঘ্রাণে।

 

(০১/০২/১৩)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন