আকাশ কুসুম

 

 

আকাশ কুসুম

 

অনেক দূরের পথ ছেঁকে নিয়ে দু পায়ে জড়ো করেছি দৌড়

হাউই জাহাজ নয় টর্নেডো টাইফুন নয় তবু

অনেক দ্রুত তোমার হাত ধরতে সমস্ত হৃদয়।

শতাব্দীগুলো ছুটে যাচ্ছে হই হই করে।

স্তাহারে রেখে যাচ্ছে ফানুশ রাঙানো গল্প।

ঐতিহাসিক যতোই মুচকি মুচকি হাসুক,

 গল্প শুনতে সবাই ভালোবাসে।

সমস্ত পথের শেষে আমাদের দৌড়

ঠিক যেখানে ফিরে চলে আসে সেখানেই

শহীদ বেদী আর সিংহাসনে আসীন বণিকের মানদণ্ড।

আলোর মোড়কে অন্ধকারের তাপ

খণ্ড খণ্ড অশ্রুলিপিতে তোমার ছবি আঁকে রোজ।

রোদের সোনা ঝরা হাসি নিয়ে অথচ আমি

দু পায়ে জড়ো করেছি যতটা দৌড়।

 ততটা ভালো তোমার হৃদয়।

শতাব্দী শেষের গল্পে

তবু কি খুঁজে পাবো তোমায়।

 

(১০/১০/১২)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন