খোয়াব

                                                              

খোয়াব

 

দমকা হাওয়ার মতো তোমায়

হঠাৎ করে ভালোবাসার ঝড়ে

ধর যদি উড়িয়েই নিয়ে যাই

এই পৃথিবীর বাহির সংসারে?

 

ভাবছ তুমি; "তাই কি আবার হয়?

এই যে তোমার সকল সঞ্চয়

সকাল বিকাল সারা সংসারময়

এসব ছেড়ে কোথায় আছে ঘর

 

নেই যেখানে কোনো আপনপর

সেই যেখানে বিশ্বভরা সুর

 গান বেঁধেচে জীবন ভরপুর

সেই যেখানে মায়ায় ভরা রাত

 

স্বপ্নে আনে হৃদয় আচিনপুর

সেসব সেতো রূপকথারই ছবি

কেবল আঁকেন বিজন ঘরে কবি

সেই ঠিকানা আমার কাছে কই?"

 

তাই তো তোমায় ডাকছি আমার সই ।।

তাই তো তোমায় বলছি আমি প্রিয়ে

তোমায় আমি সেথায় যাবো নিয়ে

সেই যেখানে তেপান্তরের মাঠ

 

 সেই যেখানে কল্পতরুর হাট

দেখবে তুমি সেই সেখানে গিয়ে

বিশ্বসাগর

মত্ত তোমায় নিয়ে।।

 

(০১/০৮/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন