ঘূণপোকার গল্প

  

ঘূণপোকার গল্প

 

লিখছ তুমি অগণন আরও শব্দ

ছাপার কাগজ কালি কলমে একাকার

হাতের লেখার নীরব গভীর গল্প

নিজের মুখে মুখ দেখা বারবার

 

এই যে জীবন রঙ চিনে চিনে এগোনো

শিবিরে শিবিরে মুঠো পাকানো মহড়া

সৃষ্টিসুখের উল্লাসে হাসে ঘূণ পোকা

মিছিলে মিছিল রায়চক থেকে রহড়া

 

এই যে তোমার পায়ের তলায় বাঁধানো

স্লোগান মুখর কলকাতা মহানগরী

শিলান্যাসের শপথে চোখ ধাঁধানো

গণতন্ত্রে দলতন্ত্রের লহরী

 

বুদ্ধিজীবির শিবির রাঙানো বরাভয়

শিল্পের ধার ভোঁতা হয়ে যাওয়া হাতুড়ি

তাই দিয়ে জারি মগজে মগজে কার্ফু

ইতিহাস দেখে কলমে কলমে চাতুরী

 

ঐ যে তুমি সাহিত্য সভা আলোতে

বঙ্গভূষণ পেয়ে গেলে আজ উপাধি

কবিবন্ধু বন্ধঘরের আয়নায়

দেখতে পেলে কি আস্ত সলিল সমাধি?

 

(২০/০৩/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন