খোঁজা

  

খোঁজা

 

কখনো মৃত্যুর ছবিতে তুলি ঘোরাতে ঘোরাতে

অজস্র স্ফটিক স্বচ্ছ হয়ে ওঠে।

ভালোবাসার রঙেও মৃতের ওষ্ঠ হিম হয়ে লেগে থাকে জানি।

চুম্বনের রঙ থেকে সমস্ত অস্থিরতা ছেঁকে নিতে গিয়ে দেখেছি

প্রেয়সীর চলন ঝাপসা হয়ে ফোটে।

মিলনের অশ্বক্ষুর রাত বুকের ওপর দিয়ে চলে গেলে

দুটো দেহ পাশাপাশি পড়ে থেকে দেখে-

ভালোবাসার বন্ধন নয়।

দুজোড়া হাঁটুর জোরই যেন বেশি করে লাগে।

প্রেম আসুক না আসুক

মৃতের আয়ু নিয়ে

মিলনের রাত নিবিড় হয়ে আসে।

রোজকার তুলি নিয়ে

তালা খোলার খেলায় নেমে দেখ

তোমারও বুকের দৌ

ভালোবাসা খুঁজে পায়নি আজও।

রাতের গভীর ঢেউ এসে ঘর্মাক্ত করে গেলে তাপ,

মৃতের রঙ তুলি নিয়ে

আয়ু ভালোবাসার নকল ছবি আঁকে।

 

(৩১/০১/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন