গল্পকথা

  

গল্পকথা

 

মধ্যরাতের নিরালার মতো

সমুদ্রনীল ক্যানভাসের মতো

যুদ্ধ ফেরত সৈন্যের মতো

কিছুক্ষণের জন্য

লাবণ্যপ্রভার স্বপ্নে বিভোর ছিলাম।

অমাবস্যার তৃতীয় প্রহরে

মৃত মানুষের অস্থিচূর্ণ হাসির মতো-

দুই একটা প্রশ্নের শতায়ু মিছিলে

কল্পনার জট খুলছিলাম।

স্বাভাবিক রণনীতি অনুযায়ী আত্মপক্ষ সমর্থনে।

খেয়াল করিনি

বেহূলার ভেলার মতো কখন যেন

তুমি এসে পৌঁছোলে শঙ্খমেলা নদীটির ধারে।

মৃত্যুও শেষ নয় ভেবে

গলিত স্থবির মাংসল স্তুপে বসা কীটের পাখনায়,

জীবনের অম্লান আঘ্রাণ মেলে এসেছো জানি।

তবু আমি; সারাদিন ধরে

মৃত্যুর মিছিল দেখেছি অহরহ,

লাবণ্যপ্রভার নরম ভিজে চোখের নালিশে।

প্রতিটি প্রেমের মৃত্যু হলে

এ পৃথিবী- শুধুই গল্পকথা বলে।

 

(২১/০৪/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন