গর্ভ যন্ত্রণা

  

গর্ভ যন্ত্রণা

 

কি হবে কবিতার শরীরে অক্ষর চৌচির করে

শব্দের টাপুরটুপুর শুনে?

কি হবে আকাদেমী পুরস্কারের ফলকে

হাততালি গুনে?

কি হবে নিজেকে নিঃশ্বেষ করে

আলুথালু যুবতীর মতো,

কাব্যের শরীরে।

কি হবে ভগীরথের মতো জীবনের খিড়কিতে

কাব্যের জলপ্রপাত খুঁড়ে।

কি হবে মৃত্যুর শীতল ওষ্ঠে

চুম্বনফেরির তৃপ্তি নিয়ে

স্বর্ণালী দেড়শো পা করে?

কি হবে ছন্দের হাতছানি দিয়ে,

আদিগন্ত স্বপ্নহীন নগ্ন নিবিড় ভোরে?

 

এ পৃথিবী স্বপ্নের প্রতিধ্বনি নয়।

সোনালী ফসলের নবান্নের ঘ্রাণে

মাছি ওড়াউড়ি করে;

গলিত ভূখা মিছিলের কবরে

মানুষের আর্তনাদ

শকুনির পাশার দানে ঘুঁটি হয় নড়ে।

আসমানী চাঁদের ঝালরে

তাজমহল জুড়ে

যুদ্ধ মৃত্যু মহামারী

সাম্রাজ্যের শ্বেত পতাকা হয়ে ওড়ে ।।

 

(১৯/১১/১২)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন