চাঁদজ্যোৎস্না

  

চাঁদজ্যোৎস্না

 

মাঝরাতে চাঁদজ্যোৎস্নার জলসায়

নীলনদের বুকেও জেগেছে অনন্ত বিস্ময়!

লঘু পায়ে যমুনার ঝুমুর বেজে গেলে

ফ্যারাওয়ের দেশে- মিহি ভালোবাসার ঠোঁটে

অস্ফূট সন্ধ্যা, মমির মতো শীতল।

সাম্রাজ্যের শেষে। শতাব্দীর গ্রন্থনায়

সুদর্শনা সূর্য নক্ষত্র আলো

হরিণের মতো নিরালা নির্জন পথে

আবারো দেখা দিলো।

কিংবদন্তীর অন্তরা থেকে

সঞ্চারীর স্বরলিপি জুড়ে

উষ্ণ অধরের চৈতালী আমন্ত্রণ

স্থাবর অস্থাবর ইতিহাসের চৌকাঠে

অভিমানী শীতের শহরে

প্রেমের পিরামিড

আমাদের সৌখিন শিলালিপি

তবু বোধিবৃক্ষের বহু দূরবর্তী।

সব নদী ডালাপালা ছড়িয়ে

সাম্রাজ্যের ভাঙা গড়ার ঘাটে সঙ্গম তিমিরে-

চাঁদজ্যোৎস্নায়!

 

(১৫/০৮/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন