চন্দ্রকেলির রাতে

  

চন্দ্রকেলির রাতে

 

সমস্ত রাত;

প্রিয়পাঠক বসে ছিলাম তোমার জন্য

লেখাটা নিয়ে।

মরুভূমি আর মরূদ্যানের গল্পকথা নয়।

তবু স্বপ্নের খিলানের ভিতে

হামানদিস্তায় সংকল্প অভীপ্সা কুটে কুটে

মানবিক অক্ষরের ছাঁদে-

একটা দুটো সত্য কাহিনী বুনে রেখেছিলাম তোমার জন্য।

কাল চন্দ্রকেলির রাতে।

বৈশাখের মধ্যাহ্ণ থেকে ছেঁকে নিয়ে উত্তাপ

রক্তকণিকায় রোপন করে যাব প্রতিরোধ প্রত্যয়।

এখনো এখানে শত শত মাইল ব্যাপী

ইতিহাস পড়ে আছে বিচারের বাণীর নিরব অশ্রুপাতে।

সক্রেটিসের বিষ নয় শুধু।

কুরুক্ষেত্র হিরোশিমার ফর্মূলা গুঁড়ো করে করে

প্রতিষেধক দিয়ে যেতে হবে।

চলে যাবার আগে।

নয়তো পাঠকের সাথে

বেইমানি হয়ে যাবে চন্দ্রকেলির রাতে;

প্রিয়পাঠক।

বসে ছিলাম তাই কাল রাতে।

 

(০৬/০৪/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন