চল পাল্টাই

  

চল পাল্টাই

 

দৈবাৎ একটা দুটো

বেওয়ারিশ লাশের গন্ধ পেলে মনটা উড়ু উড়ু করে

সন্ধিহান সিঁড়ির রেলিং ধরে দাঁড়ানো প্রেয়সীর বুকের মতো নয়,

তবে বিঁড়ির আগুনের মতো ছাই চাপা স্বরে, আলাপ জমাই

 

নাগরিক অধিকারের হলুদ মলাটে-

আত্নজীবনী লেখা মৃত মানুষেরা কি

 গৌতম বুদ্ধ হয়ে যায়

 বেওয়ারিশ লাশের তালিকায়?

 

মতবাদের ঘুড়ি উড়িয়ে পৈতৃক লাটাই

জনসমর্থনের সুতো নিয়ে খেলা করে গেলে-

আমাদের স্বরবর্ণে ব্যাঞ্জনে বিশ্বায়নের মাঞ্জা

সার্থকহয় সমস্ত গোপন নথিতে

 

বেওয়ারিশ সন্ধ্যার গোপন জবানবন্দীতে

ইতিহাসে পচন ধরে গেলে;

চারধারে খোঁজ পরে কয়েক খণ্ড নীল,

গাঢ় নীল আকাশের

 

দৈবাৎ

ঠিকানা পেয়ে গেলে বেওয়ারিশ শপথের,

আমরাও মনে হয়-

এবার আলাপ জমাই

 

(১২/০৪/১৪)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন