গোলাপকাঁটা ফুল

  

গোলাপকাঁটা ফুল

 

সকাল ভরা শরীর নিয়ে অঙ্গে অঙ্গে

মধু হয়ে এসেছো এসো

যে পথে সমস্ত প্রেমিকারা ফিরে গেছে আগে,

সে পথ থাকুক তোমার অজানা

সব পথেই চিনতে হয় না জেনো

কতগুলো পথ হয়তো দারুণ ইশারা

তবু বিপদের কথা কে বলিতে পারে

 

অমন করে তাকিয়ে থাকো যদি

নদীর মতো ভাসাতে আমায় পারো

প্লাবন দিলে;

তোমার পলিতে ফোটাবো তবে গোলাপকাঁটা ফুল

তোমার আমার নিভৃত সংলাপ পাপড়ি হয়ে ঝরেও যদি যায়;

থাকবে জেনো গোলাপরাঙা স্মৃতি

 যতোই শরীর ছড়ুক না কাঁটায়

 

এই যে দেখো একটি পুরুষ নারী

কালের ভেলায় যুগল সাতকাহন

কত সূর্য অস্তমিত হলো

কতই জ্যোৎস্না পোড়াল তাজমহল

তাও তো তুমি

অধর দংশনে সেই

আমাকেই আবার ছুঁয়ে গেলে

গোলাপকাঁটার ফুলেল মৌতাতে

 

(২৬/০৬/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন