ঘূণ

  

ঘূণ

 

সমস্ত স্মৃতির ভিতর জলপ্রপাতের শব্দ শুনি।

মরুভূমির রঙ লাগলে শব্দ বিন্যাসে,

চেতনার বলিরেখা

ধরা পড়ে যায় ঐতিহাসিকের কাছে।

তাই স্মৃতি খুঁড়ে, তুলে আনি হৃদয়ের হাড়গোড়।

সেখানে ব্যার্থ চুম্বনের অব্যর্থ ডিএনএ লেগে আছে।

ক্ষমতার বিন্যাস মানুষের ধমনীতে

বিষদাঁতের চাষ করে গেছে,

আজ তার আপেল ফলেছে।

সূর্যঘড়ির সাথে কানাকানি করে জেনে গেছি

এখনো প্রলয়ের ঢের দেরি আছে।

অতএব এবার যাওয়া যাক মানুষের কাছে।

স্থানুবৎ ওষ্ঠের তাপ

চাড়াদামে বিকিকিনি করে

পৃথিবীকে বাঁধা যায় ভাঁড়ারের ঘরে।

পূর্ব পুরুষের কথা জানি না।

উত্তরপুরুষের কাছে

ঢের লজ্জা জমে আছে।

তবুও প্রেমের মানে কবিতা।

শব্দের বিন্যাসে যদিও ঘূণ ধরে গেছে।

 

(০৯/০৩/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন