গণশক্তি

  

গণশক্তি

 

উড়ন্ত হাইওয়ের ডানায়

বেআব্রু মন তোমাকে খুঁজেছে

কৃষ্ণচতুর্দশীর তৃতীয় প্রহরে।

সমুদ্রমন্থন নয়,

শিশির ভেজা নিশীথিনী আকুলতা

বিন্দু বিন্দু নীলজ্যোৎস্নার শরশয্যায় দেখো;

মহাকাব্যের অমৃতগরল শব্দভাণ্ডার

চুঁয়ে টুপ টুপ ঝরে পড়ে কয় ফোঁটা

অশ্রুউষ্ণ প্রত্যয়।

 

বিম্বিত ইতিহাসের অন্ধকার,

সময়সিন্ধুতে দোতারা বাজালে,

তোমার ভ্রূভঙ্গে পঞ্জিকার পাতায়

মেষ তুলা মীন গোলমাল করে যায়।

সূর্যগোলার্দ্ধের সমস্ত রোদ্দুর ছেঁকে নিয়েও

ম্রিয়মান ম্যানিফেস্টো দেখেছি

তোমাকে খুঁজেছে

স্লোগান পোড়া ছাইয়ের লেলিহান চিতায়।

আকাশপ্রদীপ শিখায়, মনোময় তুলি

নবজাতক সকালের লংমার্চের পদধ্বনি-

এঁকে যাবে জানি। উড়ন্ত হাইওয়ের ডানায়

তুমি চলে এলে। এলেই

 

(১২/১২/১২)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন