এক্সক্লুসিভ ইন্টারভিউ

 

 

এক্সক্লুসিভ ইন্টারভিউ

 

মাটিতে শান্তি খুঁজতে যাবো না বলে

বুলেটের সাথে মুখোমুখি

সংলাপের টেবিলে

অহংকারের তাস বিছিয়ে বসে আছি নিরুদ্বেগ

ঘড়ি কাঁটায় খবরদারি করতে

মাথার ঘাম পায়ে ফেলে লাভ নেই জেনে

সাইরেনের পিছনে রোডম্যাপ দেখি

নিরক্ষর ভিড় বাড়াতে

ধর্ম পুস্তকের কমিশনে

কয়েকটা সীট রফা করা আছে।

বিশ্বকর্মার বৈঠকখানায়

গোটা পৃথিবীটা ভাগ করে দেখি

 উদ্বৃত্তের তেলে

চোঁয়া গন্ধের মৌতাতটুকুই ঢেলেছি।

 

তোমার রুমালের ভাঁজে ভাঁজে নকশার ভাঙ্গা গড়া

তোমার হাতে চাঁদ এনে দেওয়ার গল্প বলতে পারে।

বুলেটের ফাঁকা খোলে স্বপ্ন পুরে দেখছো হয়তো

চিত্রনাট্যের কপিরাইট আমার নামেই থেকে গেছে!

বিক্ষুব্ধ পতাকার সাথে গোপন বৈঠকে দেখো

মাসোহারা আমার কাছ থেকেই পায় এখনো।

 

(০১/০৪/১৩)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন