এক্কা দোক্কা

 

এক্কা দোক্কা

 

সিঁড়িভাঙ্গা সুখের মুখে অজস্র পরকীয়া চুম্বন

ডালপালা ছড়াক

বিষধর কৌটোর মধ্যরাতে যুক্তবর্ণের শিলালিপি

ইতিহাসের পাতা উল্টিয়ে খুঁজুক আত্মপরিচয়

মানচিত্র ঘুরে এসে বোমারু বিমান সন্ধিচুক্তির সনদে

স্বাক্ষর করলে;

তোমার অক্ষরে শান দিয়ে দেখ ধুয়ে গেছে যীশুর বাণী অচিরেই

আমিও গণ্ডুষ ভরে পান করছি

শতকের পর শতক নীবিন্দু জলের প্রবচন

বারুদ মাখা হাতে

আজকের অজগর রাতের নিবিড়ে

সব রঙ ফুরিয়ে গেলে,

আমাদের শয্যার ভিতর উকিঁ দিক লাল সূর্য

রক্তিম বিশ্বাসের করমর্দনে

সিঁড়ি ভেঙে ভেঙে কেবলই বৃত্তে ভ্রমণ আমাদের

কোনো প্রাণিত প্রত্যয়ের বাণী নেই আমাদের শিয়রে যদিও,

তবু একটু আদর পেলে দেখা যেত অমিতাভ দিন

প্রজ্জ্বলিত শতকে যদি

 

(১৮/০১/১৩)

 


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন