এখনো এবং আজও

  

এখনো এবং আজও

 

মধ্যরাত্রির অন্ধকারকুচি ছড়ানো

নারীর পাপড়ির পথ ধরে ধরে

ক্যানভাসে যত রঙ করেছি জড়ো,

তত মধু হয়নি সঞ্চয় এখনো,

কিংবা আজও।

 

মহাপুরুষের খাতায় শুদ্ধস্বর

কিংবা বিশুদ্ধ ব্যাঞ্জনে স্বরবর্ণের প্রশস্তি।

খ্যাতির মনতৃপ্তির রূপকথার

স্বরলিপিতে কন্ঠদীপ্ত হইনি এখনো।

কিংবা আজও।

 

অষ্টধাতুর শরীর নিয়ে নয় সোনা।

ষড়রিপুর আলিঙ্গনের ফুলদানিতে

তোমায় ফোটাতে আজীবন-

দৃষ্টিপ্রদীপে যত চুমুর প্রজ্জ্বলন।

তত আলোকঋদ্ধ হয়নি প্রেম এখনো,

কিংবা আজও।

 

সমুদ্রনীল আকাশনীড়ের মতো ভালোবাসার ঘর।

কালের মন্দিরায় ফাঁকা বোল তুলে

আমাদের অনায়াস সঞ্চরণে;

নারীর মতোন তুমি শাড়ীর ভাঁজে ভাঁজে,

ভাঁজ করে রাখো নিজেকে কি করে এখনো।

এবং আজও।

 

(১৩/০৯/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন