একাধিক গল্প ততধিক শোক

 

একাধিক গল্প ততধিক শোক

 

নীরোর বেহালায় ইতিহাসের পাতা পুড়লে

নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের দোষ?

পৃথিবীর মাটির ভাঁড়ারে সাম্রাজ্যের জাদুকাঠি আছে,

তবুও মানুষ হাজারো ম্যানিফেস্টো ছেপেছে!

কাঁঠালপাতা প্রসবের পর রঙতুলির এজলাসে

সিং নাড়ে ধর্মের ষাঁড়।

বুদ্ধ কনফুসিয়াসের মর্মবেদনা কোনো দৈববাণীর জন্য নয়,

কাঁদে কাঁদায় ভালোবাসার তাজমহলে।

মিশরের উটের পিঠে পিরামিড দেখে

চমকায় যে শিশু- তার কাছে ভাবী দিনের সুখবর আছে।

ভূমধ্যসাগরের সিঁড়ি দিয়ে উঠে এসে ক্লিওপেট্রার খোঁপায়

গুঁজে দিতে ব্রহ্মকমল আমাদের প্রস্তুতি চলেছে।

কিংবদন্তীর বয়সিনী দ্রৌপদীর শাড়ির পাড়ে লেগে থাকা

লাঞ্ছনার রঙে এখনো গল্প বিকোবে।

গোলাপী আতর মেখে সস্তার মেয়েদের আঘ্রাণ নিতে

পুরুষার্থের ঘাম, ধর্মগ্রন্থের নামে শপথ নেবে পিতৃতন্ত্রের।

আর তুমি বলবে বিপ্লবের কথা সমাজবদলের স্বপ্নে?


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন