এক খণ্ড প্রেমের গল্প

 

 

এক খণ্ড প্রেমের গল্প

 

আজ রাতে বৃষ্টি হবে নারী?

আমার মধ্য বয়সের সঞ্চিত ভাঁড়ারে?

তোমার শরীর জুড়ে রাত বারোটার গান

আষাঢ় হয়ে নামুক।

মাধবীলতার মৃদু সঙ্গীত নিয়ে এসো টাপটুপ ছন্দে।

আকাশ জোড়া কালো চুলে বজ্রবিদ্যুৎ এঁকো।

আমি পথ চিনিয়ে, নিয়ে আসব ঘরে।

 

এমনই এক আষাঢ় সন্ধ্যা নিয়ে শ্রাবণ বিতানে

বর্ষা হয়ে ওঠার প্রত্যয়ে পৃথিবীর যাবতীয় সঞ্চয়

কেবলই প্রেমের কথা বলে।

 

সরস মৃত্তিকার মতো নারী তোমার ভরা যৌবনে

যত বর্ষা নেমেছে নিয়ত, আমায় ভেজাবে তো।

 

বাইরে নিকষ কালো অন্ধকারে আকাশ ভেঙ্গে নেমে দেখ।

পুরুষের বুকের জলাধারে সাত সমুদ্র তেরো নদীর জল।

তোমারই অপেক্ষায় তবু।

ভালোবাসা শ্রাবণ হয়ে ঝরুক। বর্ষা আরও প্রেমের গল্প বলুক।

 

(১১/০৭/১২)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন