উড়ান

 

 

উড়ান

 

দুচোখ সাহারায় কান্নার কাছে নতজানু নয়।

পৈতৃক শিকড়বাকড়ে ঘূণের সুনামী।

বসন্তবিলাপে বধির সময়, হাত ঘড়িতে

টিক টিক করে না হৃদয়। অপেক্ষার রামধনু এঁকে

রাতের শেষ ট্রেনের হুইসেলে জেগে থাকি না আর।

বিসন্ন বর্ণমালা জুড়ে আহত শয্যার গানে

কে আর অবসন্ন হতে চায়। ধমনী জুড়ে বরং

চেতনার পান্নায় সবুজ নয়; চুনীর ক্যারেটে

শেয়ার বাজার পিঠে হাত রেখে যায়।

সেলোফোনের কল লিস্টে হাই হ্যালো থেকে

বুকিং শুরু পরবর্তী একজিবিশনের।

অলৌকিক ধ্রূপদ ধামার শেষ।

এবার ইভেন্ট ম্যানেজমেন্টের হ্যাণ্ডশেক আসরে

ময়ুরকণ্ঠী শাড়ীর নাভিতে মন্দাক্রান্তার সাথে

আবারো দেখা হয় যদি? ধুলোটে স্মৃতির সরণী নয়,

একচোট হাসা যাবে স্কাইস্ক্র্যাপারের ইচ্ছের উড়ানে।

 

 (১৯/১২/১২)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন