একরৈখিক বৃত্ত

 

 

একরৈখিক বৃত্ত

 

একরৈখিক বৃত্তের সমদর্শী কেন্দ্রে

স্থির নেত্রে স্থিত হয়েছি অবশেষে।

দেখেছি হেমন্তিকা দৃষ্টির

পঞ্চব্যঞ্জনে;

মুঠো মুঠো মৃত্যুর টোকেন হাতে

সূতিকাগারের প্রথম কান্না কানে এসে বেঁধে।

জলজ সমুদ্রের সংসার থেকে

ক্রমশ আকাশমুখী যে উড়ান।

বাজের নখের মতো ধরালো তীব্রতায়।

তীব্রতারও প্রয়োজন আছে প্রজননের পর।

অভিযোজনের পথে ক্লান্তিহীন অভীপ্সা তবু

মরণের কাছে এসে সৎ।

আমাদের চৌষট্টিকলার পরিসরে

মৃত্যুরও ভুমিকা আছে।

সমস্ত অহমিকার কাছে নতজানু সময়ের গতি

শেষ পংতিতে এসে হয়ত সমদর্শী হবে একদিন।

হৃদয়ের গভীর গিরিখাতে

তোমার জন্য জলপ্রপাত ঝরিয়ে চলেছি প্রিয়ে।

মৃত্যু উপত্যাকা দিয়ে আমাদের আলিঙ্গন

আলপনা দিক চুম্বনের।

মৃত্যুর অধরে জন্মের।

 

(০৪/১২/১২)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন