এই আষাঢ়ে

 

 

এই আষাঢ়ে

 

আষাঢ় ঘন দুপুরে  ভালোবাসা ভিজে উঠলে টাপ টুপ।

সজল মেঘের আনাগোনা বাতাসে কানাকানি করে।

শরীরের কোণে সময় গ্রন্থির যাবতীয় পিছুটান

চোখের জল ফেলার জন্য আড়াল খোঁজে দরদী মনে।

তুমি বলতে পারো

এখন আমাকে কেমন লাগে।

এক নদী বিস্ময় নিয়ে

আমি না হয় নতুন করে বসবো তোমার পাশে?

আকাশের শামিয়ানার মৃদু উত্তাপে

তোমার সান্নিধ্য হয়তো মোহান্ধ করবে আবার।

বৃষ্টির জলে সংশয় ধুয়ে নেব নাহয়;

এক আষাঢ় ঘন প্রত্যয়ে।

আরব্যরজনীর আঘ্রাণ-

তোমার সংলাপে না থাকলেও চলে যাবে।

আমাদের সমস্ত সৌরভে এই বর্ষায় প্লাবন আনি এসো।

আষাঢ় শ্রাবণ ধুয়ে গেলেও আমাদের শরৎ থাকবে অপেক্ষায়।

আষাঢ় ঘন আকাশে এসো বিস্মিত হই শেষবারের মতো।

আর একবার।

 

(০২/০৭/১২)

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন