এক যে ছিল মেয়ে

 

 

এক যে ছিল মেয়ে

 

এক যে ছিল দেশের এক যে ছিল মেয়ে।

গুণবতী রূপবতী হয়তো সবার চেয়ে।

 

গুণের মধ্যে খুব বেশি না গাইতো যখন গান।

গুপি বাঘাও থমকে যেত থরথরিয়ে প্রাণ।

 

রূপ সাগরে ডুব দিলে চোখ প্রাণ মাতানো দিন।

নন্দী ভৃঙ্গী  মোহিত হয়ে তাহার রূপে লীন।

 

গানের মধ্যে মনের বাঁশি জাগিয়ে তোলা সুর

রূপের মধু মোহিত করে অন্তরে ভরপুর

 

এমন করে রূপে গুণে ভরিয়ে রাখে প্রাণ।

তাহার র মাঝে হারায় যে তাই মোর জীবনের তান।

 

এই ভুবনের ছন্দ দোলায় তাহার সুরে রূপে

মন ভরে যায় মুগ্ধ হয়ে বিমুগ্ধ নিশ্চুপে।

 

এমনি ভাবে রূপে গুনে মুগ্ধ করা মেয়ে।

এক যে ছিল দেশের। সে যে শ্রেষ্ঠ সবার চেয়ে।

 

(২৪/০৭/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন