ঈশ্বরের বাগান

 

 

ঈশ্বরের বাগান

 

শরীরের সমস্ত জলে যৌবনের গুটানার কথা তো নয়?

ঈশ্বরের বাগানে পাশার দানে বিস্তর গরমিল তবু,

গোঁজামিলে জ্বলছে আমাদের চুম্বন।

বসন্ত পূর্ণিমার রাত পেড়িয়ে

হামাগুড়ি দিলে ইলশেগুঁড়ি ইচ্ছে,

ফুলবেলপাতায় কুঁড়ি ধরে নবজাতকের।

ছাপোষা ঘরকন্নার মাঝে কেবলই মহার্ঘ্য ভাতার হিসেব।

অভিজ্ঞ রাতক্লান্ত শরীর তারিখেই ব্যস্ত।

সমস্ত চুম্বন জুড়ে

যৌবনের কথকতা আর জীবনের উত্তাপ;

মেলাতে পারল কই ইতিহাসে ঈশ্বর।

তবুও প্রার্থনার ঘরে যদি একবার দেখা হতো

তোমায় আমায়।

সবুজ মাটির দুধে শুভ্রমন মেলে দিলে

হে প্রপিতামহী

সূর্যস্তব সত্য হত যৌবন উপবনে।

ঝরে পড়া পাতার হলুদ চোখে-

মহাপ্রস্থানের পথ আমাদের অধর দংশনে

ঈশ্বরের বাগান তখন।

তোমার গর্ভজাত।

 

(১৮/০৪/১৩)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন