যযাতি

যযাতি

 

তবুও জলপ্রপাতের মতো শব্দ শুনতে ভালো লাগে

এখনো কড়িকাঠ গোনার সময়ে

এখনো প্রজাপতি হৃদয়টাকে

জ্যোৎস্না গুনে গুনে স্বপ্নের মধু খেতে দেখি

বল্গাহীন উদ্দাম আকাশের উড়ালে পাঁজরের মর্মরে

ঘোড়সওয়ার সাজ

হাতের রেখাগুলি দাঁড়িপাল্লায় স্থির রাখতে পারেনি

স্বপ্ন সাধ সাধনা

কিন্তু আঙ্গুল  অন্য কথা বলে

 সেতারের সব তারে মরচে হয়তো বাকি থেকে যায়

সুর না থাক গান হাল ছাড়েনি এখনো

 

গুটিকেটে রেশমের সময় এখন নয়

তবুও জড়ির কাজের সময় নরম সোহাগ

যেন গল্পের নকশী কাঁথায় সহস্র আরব রজনী

গোধুলির স্বলাজ ইশারা

ঈশ্বরের বাতিঘরমূখি হলে এখনো

উত্তেজনা আসে

পাথরে বৃষ্টি হলে

শস্য নয়, কষ্টতো ফলতে পারে

যেমন ফলে যযাতি শরীরে

 

(২৭/০৫/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন