আজ আর কবিতা নয়

 

 

আজ আর কবিতা নয়

 

খানে শ্মশানচুল্লীর ঘন অন্ধকারে

অস্থিচূর্ণ হাসির জলসা।

প্রেতলোকের ইশারায়

ঈশ্বরের নাভিশ্বাস সংবাদ শিরোনামে

বেআব্রু প্রতিদিন।

বস্ত্রহরণ পর্বের ড্রপসিনের আড়ালে

মুখোশ নৃত্যের ছন্দে গণতন্ত্রের সহজপাঠ।

আমাদের বর্ণপরিচয়ের স্বরবর্ণে ব্যঞ্জনে

স্লোগান মিছিল ধর্মঘট,

খিড়কি থেকে সিংহদূয়ারে।

গোরস্থানের মাটিতে ধর্মগ্রন্থের আত্মবিলাপ

নাটকের পঞ্চমে শরশয্যা পাতলে

তীর্থক্ষেত্র পবিত্র হয়।

সংবিধান স্তোত্রে রাজনীতির মুখে ভাত।

ডোডো পাখির মতো

প্রতিশ্রুতি শপথ অঙ্গীকার জুড়ে

দেশপ্রেমের ফুলঝুড়ি।

সময়ের সংবর্তনে ইতিহাস জুড়ে

অজস্র প্রলাপ ঘূণধরা কাঠের মতো ফাঁপা।

তবু মনীষীর আত্মজীবনী জুড়ে

মানুষের মুখে ভাতে-কানাগলির অন্ধকার।

 

(০৩/০৭/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন