বিক্ষুব্ধ সন্ধ্যা

বিক্ষুব্ধ সন্ধ্যা


প্রগৈতিহাসিক সন্ধ্যার আলো এখনো আমাদের

দুজনার বয়সের ভারে খেলা করে যায়।

সূর্যতামসীর বন্দরে আমাদের মনোমালিন্যের নোঙর জুড়ে

যখন প্রতিদিনের শ্যাওলা সবুজ থেকে সবুজতর হয়।

ঐতিহাসিক প্রেমের পোকাকাটা জীর্ণ ব্লুবুক জুড়ে

রোজকার ঠোকাঠুকিগুলো বয়সের ভারে ক্রমেই ধারালো।

পুরানো সংলাপের ন্যুব্জ ডানা জুড়ে

স্মৃতির বিবর্ণ ঘুড়ি মাঝে মাঝে ভোকাট্টা

বিবস্ত্র চাদরে।

প্রাগৈতিহাসিক সন্ধ্যার আলো

তবু দুজনার বিশুষ্ক হাইওয়ে ধরে যেন

শ্রবাণ ঝাঁপালো।

আজ এতদিন পর পাশাপাশি রাতের গল্পে

রোজকার উপসংহারে

লজ্জাগুলো তবু কি ঢাকল?

সূর্যতামসীর নিরালা বন্দরে

প্রাগৈতিহাসিক সন্ধ্যার আলো

পরস্পরের বিক্ষুব্ধ নোঙরে

তবু যদি লেগে যেত ভালো?

 

(২৮/০৬/১৩)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন